নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাসের ফলে উদ্ভূত পরিস্থিতিতে অসচ্ছল ৮০০ শিক্ষার্থীকে তিন হাজার করে টাকা দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণ ও ত্রাণ তহবিলে এক কোটি টাকার অনুদান হস্তান্তরের সময় এ কথা জানান জাবির শিক্ষক-কর্মকর্তারা।
রোববার (১০ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব ড. আহমদ কায়কাউসের কাছে এ অনুদানের চেক হস্তান্তর করেন তারা। এসময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ, শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. সৈয়দ হাফিজুর রহমান ও কার্যনির্বাহী সদস্য অধ্যাপক আহমেদ রেজা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভিডিও কলে সংযুক্ত হন।
ভিডিও কলে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানান, বিশ্ববিদ্যালয়ের অস্বচ্ছল প্রায় ৮শ শিক্ষার্থীকে তিন হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হবে। এজন্য প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং অসহায় ও গরিব মানুষের পাশে থাকার আহ্বান জানান।
Discussion about this post