শিক্ষার আলো ডেস্ক
২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রকৌশল গুচ্ছের তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন প্রক্রিয়া শেষ হবে আগামীকাল বুধবার (৭ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯মিনিটে। অনলাইনে এই আবেদনপত্র গ্রহণ শুরু হয়েছিল গত ২৪ জানুয়ারি। এবার তিন হাজার ২৩১টি আসনে ভর্তি নেবে বিশ্ববিদ্যালয়গুলো।
অনলাইনে আবেদন ফি দেওয়া শেষ হবে ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাত ১১টা ৫৯ মিনিটে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের রোল নম্বর ও পরীক্ষা কেন্দ্রসহ নামের তালিকা প্রকাশ করা হবে ১৮ ফেব্রুয়ারি রোববার সকাল ১০টায়। প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে ১৯ ফেব্রুয়ারি (সোমবার) সকাল ১০টা থেকে।
আগামী ৩ মার্চ (রোববার) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গত ১৬ জানুয়ারি এ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রকৌশল গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটি। এতে বলা হয়েছে, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আসন থাকবে তিন হাজার ২৩১টি। এর মধ্যে সংরক্ষিত আসন থাকবে ৩১টি।
Discussion about this post