শিক্ষার আলো ডেস্ক
প্রকৌশল গুচ্ছভুক্ত তিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন প্রক্রিয়া গতকাল বুধবার (৭ ফেব্রুয়ারি) শেষ হয়েছে।এবার আবেদন করেছেন ২২ হাজার ৯৬০ জন ভর্তিচ্ছু। এই গুচ্ছভুক্ত তিন বিশ্ববিদ্যালয়ে মোট আসন ৩ হাজার ২৩১টি। সেই হিসাবে চলতি শিক্ষাবর্ষে প্রতি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭ জন শিক্ষার্থী।
সূত্রমতে জানা যায়, গতবারের মতো চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) নিয়ে সমন্বিত গুচ্ছ ভর্তি নেওয়া হচ্ছে। চুয়েটের ১২ বিভাগে মোট আসন ৯৩১টি, কুয়েটের ১৬ বিভাগে ১ হাজার ৬৫টি এবং রুয়েটের ১৪ বিভাগে ১ হাজার ২৩৫টি আসন রয়েছে।
আরো পড়ুন-এমফিল ও পিএইচডি প্রোগ্রামের জন্য দরখাস্ত আহ্বান করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রাথমিক আবেদনকারী শিক্ষার্থীদের মধ্যে কারা চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন, যাচাই শেষে ১৮ ফেব্রুয়ারি সেই তালিকা প্রকাশ করা হবে।
Discussion about this post