নিজস্ব প্রতিবেদক
সংসদ টেলিভিশনের পর এবার রেডিওতেও প্রাথমিকের ক্লাস সম্প্রচারের উদ্যোগ নেয়া হয়েছে। তৃণমূল পর্যায়ের শিক্ষার্থীদের কাছে করোনার ক্রান্তিকালে শিক্ষা পৌঁছে দিতে এ উদ্যোগ নেয়া হয়েছে। ইউনেস্কোর অর্থায়নে খুব শিগগিরই বাংলাদেশ বেতারে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির ক্লাস প্রচার করা হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো ফসিউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সংসদ টেলিভিশন এর পর এবার রেডিওতে ও প্রাথমিকের ক্লাস সম্প্রচার শুরু করা হচ্ছে। এর মাধ্যমে আমরা শিক্ষার্থীদের আরও কাছাকাছি পৌঁছে যেতে পারব। সংসদ টিভি তে প্রাথমিকের ক্লাস প্রচারের উদ্যোগকে প্রশংসা করেছে ইউনেস্কো। তাই শিক্ষার্থীদের আরো কাছাকাছি পৌঁছে যেতে রেডিওতে ক্লাস প্রচারে অর্থায়ন করবে সংস্থাটি। রেডিওতে ক্লাস প্রচারের জন্য ১ লাখ ডলার বা ৮০ লাখ টাকার বেশি অর্থায়ন করছে সংস্থাটি।
তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং এটুআই সমন্বয় করে রেডিওতে প্রচারের কন্টেন্ট তৈরি করবে। যেগুলো বাংলাদেশ বেতারে প্রচার করা হবে। এছাড়া অন্যান্য বেসরকারি রেডিওতে শিক্ষার্থীদের ক্লাস প্রচারের ব্যাপারটি মাথায় রাখা হয়েছে।
মহাপরিচালক আরো জানান, খুব সহজে স্মার্টফোনের মাধ্যমে রেডিও শোনা যায়। তাই এ উদ্যোগের ফলে তৃণমূলের শিক্ষার্থীরা উপকৃত হবে আশা করছি।
Discussion about this post