শিক্ষার আলো ডেস্ক
গতকাল শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের অনুষ্ঠিত মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য সময় জানিয়েছে মন্ত্রণালয়। আগামীকাল রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেলে এ ফলাফল প্রকাশ বা এদিন সম্ভব না হলে পরদিন সোমবার ফলাফল প্রকাশ করা হবে।
আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এর পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর। তিনি বলেন, একটি গ্রুপ বিষয়টি নিয়ে দ্রুতগতিতে কাজ করছে। আশা করছি, রোববার বিকেলে ফলাফল প্রকাশ হতে পারে। আর তা না হলে সোমবার প্রকাশ করা হবে।
এবার দেশের ১৯টি পরীক্ষা কেন্দ্রের ৪৪টি ভেন্যুতে একযোগে চলে পরীক্ষা। এবার দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে মোট আসন ৫ হাজার ৩৮০টি। এ ছাড়া বেসরকারি পর্যায়ে অনুমোদিত ৬৭টি মেডিকেল কলেজে মোট আসন ৬ হাজার ২৯৫টি। সব মিলিয়ে ১০৪টি মেডিকেল কলেজের ১১ হাজার ৬৭৫টি আসনের জন্য এবার ১ লাখ ৪ হাজার ৩৭৪ জন ভর্তিচ্ছু আবেদন করেন।
আরও পড়ুন- মেডিক্যাল কলেজে ভর্তি : আসন সংখ্যা বৃদ্ধি, থাকছেনা জেলা কোটা
উল্লেখ্য, ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা নেওয়া হয়েছে। প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের কম পেলে অকৃতকার্য হিসেবে বিবেচনা করা হবে। ভর্তি পরীক্ষায় ৪০ নম্বরের কম পেলে কোনো শিক্ষার্থী ভর্তির যোগ্য বিবেচিত হবে না। মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি থাকা দ্বিতীয়বার ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ১০ নম্বর কাটা হবে। এ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় জেলা কোটা বাতিল করা হয়েছে। মুক্তিযোদ্ধা কোটায় নির্ধারিত সময়ে আসন পূরণ করা না গেলে সেসব আসনে সাধারণ শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন।
Discussion about this post