শিক্ষার আলো ডেস্ক
২০২৩-২৪ শিক্ষাবর্ষের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এর স্নাতক বা স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার জন্য চতুর্থ পর্যায়ের চূড়ান্ত আবেদনকারীর সিলেকশনের তালিকা প্রকাশ করা হয়েছে।
আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে এ তালিকার ফলাফল প্রকাশ করা হয়।
এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চতুর্থ পর্যায়ের চূড়ান্ত আবেদনকারীর ক্ষেত্রে সর্বনিম্ন জিপিএ ‘এ’ ইউনিটে বিজ্ঞান ৩.৫০, মানবিক ৪.০০ এবং ব্যবসায় শিক্ষা ৩.৫০। ‘সি’ ইউনিটে বিজ্ঞান ৪.৪২, মানবিক ৫.০০ এবং ব্যবসায় শিক্ষা ৫.০০।চারটি পর্যায়ে চূড়ান্ত আবেদন গ্রহণ করবে ভর্তি কমিটি।
আরও পড়ুন- আগামীকাল বা সোমবার মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
যে কোনো পর্যায়ের জন্য নির্বাচিত প্রার্থীকে অবশ্যই সে পর্যায়ের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। পরবর্তীতে আবেদনের আর কোনো সুযোগ থাকবে না।
Discussion about this post