শিক্ষার আলো ডেস্ক
২০২৩-২৪ শিক্ষাবর্ষের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মেধাতালিকা অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি হতে ২০ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।
আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১২ টায় মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।
ফলাফলে মেরিটাইম গভর্ন্যান্স এন্ড পলিসি অনুষদে মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেছেন শুভদ্র দাস গুপ্ত, দ্বিতীয় মাহিনুর রহমান এবং তৃতীয় হয়েছে মইনুল ইসলাম।
এছাড়াও শিপিং এ্যাডমিনিস্ট্রেশন অনুষদে প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ সিবগাথ উল্লাহ, দ্বিতীয় সাদিকা রহমান এবং তৃতীয় হয়েছেন নাফিস ইশতিয়াক আহমেদ তালুকদার।
ভর্তি পরীক্ষার ফল দেখতে এখানে ক্লিক করুন-
বিশ্ববিদ্যালয়ের আর্থ এন্ড ওশান সায়েন্স অনুষদে প্রথম স্থান অর্জন করেছেন ভাস্কর শ্রাবণ, দ্বিতীয় হয়েছেন ইখতিয়ার উদ্দিন রাহাত এবং তৃতীয় হয়েছে মোঃ নিয়াজ মোর্শেদ এবং ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদে প্রথম স্থান অর্জন করেছেন সাদমান শাহরিয়ার শুভ, দ্বিতীয় হয়েছেন শেখ আলিফ আল সাদিক ও তৃতীয় হয়েছেন ভাস্কর শ্রাবণ।
তবে, এখনও কোনও অপেক্ষা তালিকা প্রকাশ করা হয়নি। আগামী ২২ ফেব্রুয়ারি ২০২৪ এ অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হবে।
Discussion about this post