শিক্ষার আলো ডেস্ক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ছেলে ও মেয়েদের জন্য আলাদা মেরিট লিস্ট প্রকাশ করা হয় ভর্তিবিষয়ক ওয়েবসাইটে। এর আগে বৃহস্পতিবার সকাল থেকে চার শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি (আইআইটি) এবং গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা শুরু হয় সকাল ৯টায়। এদিন প্রথম দুই শিফটে ছাত্রীদের ও শেষ চার শিফটে ছাত্রদের পরীক্ষা হয়।
আরও পড়ুন-২০২১ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ
‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ছেলেদের মেরিট লিস্টে প্রথম হয়েছেন অভিযনান পোদ্দার। তার মোট স্কোর ৯৪.৬।
‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মেয়েদের মেরিট লিস্টে প্রথম হয়েছেন রুবাইয়া সুলতানা। তার স্কোর ৯০.২।
মেয়েদের মেরিট লিস্ট দেখতে এখানে ক্লিক করুন
ছেলেদের মেরিট লিস্ট দেখতে এখানে ক্লিক করুন
Discussion about this post