শিক্ষার আলো ডেস্ক
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তির জন্য লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে বিভিন্ন অনুষদসমূহের অধীনে ভর্তির নিমিত্তে মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে প্রতি শিফট থেকে যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় প্রথম থেকে ৩ হাজারতম অবস্থানে থাকা শিক্ষার্থীদের মূল পর্বের পরীক্ষার জন্য মনোনীত করা হয়েছে।
মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীরা আগামী ৩ মার্চ থেকে ৮ মার্চ বিকাল ৫.০০ টার মধ্যে বুয়েটের ওয়েবসাইটে বিভাগ নির্বাচন (পছন্দমতো) পূরণ করার পর মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। এরপর মনোনীত শিক্ষার্থীদের মূল ভর্তি পরীক্ষা আগামী ০৯ মার্চ সকাল ১০.০০ টায় অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে।
কেমিক্যাল এন্ড ম্যাটেরিয়ালস কৌশল, পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদসমূহের অধীনে ১৩টি বিভাগে স্নাতক শ্রেণিতে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। এবারের ভর্তি পরীক্ষায় পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতি গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট ৩টি ও স্থাপত্য বিভাগে ১টি সংরক্ষিত আসনসহ সর্বমোট ১ হাজার ৩০৯ টি।
সব ধাপের পরীক্ষা শেষে চূড়ান্ত ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামের তালিকা আগামী ৩১ মার্চ প্রকাশিত হতে পারে।
Discussion about this post