শিক্ষার আলো ডেস্ক
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত বাংলাদেশ-হাল্ট প্রাইজের চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয়েছে ‘টিম ওরেন্ডা’। প্রথম রানার-আপ হয়েছে ‘রাইট আরস’ এবং দ্বিতীয় রানার-আপ হয়েছে ‘টিম সোসিও’। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভার্চুয়ালি এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
প্রথম রাউন্ড থেকে সফলতার সাথে উত্তীর্ণ ৮টি টিমের মধ্যে চূড়ান্ত পর্বের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই পর্বের বিচারক প্যানেলে ছিলেন, টেনভেলপের চিফ বিজনেস অফিসার রাকিব শাহরিয়ার রিমেন, নিউজপেপার অলিম্পিয়াডের ফাউন্ডার লাব্বি আহসান ও প্রজেক্ট অরোধ্য এর ফাউন্ডার জান্নাতুল ফেরদৌস মোহনা।
উল্লেখ্য, হাল্ট প্রাইজকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় ব্যবসায় উদ্যোগ প্রতিযোগিতা। যৌথভাবে যার আয়োজক জাতিসংঘ ও বিল ক্লিনটন ফাউন্ডেশন। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম হাফিংটন পোস্ট এই প্রতিযোগিতার নাম দিয়েছে ‘শিক্ষার্থীদের নোবেল পুরস্কার’।
প্রতিবছর সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের আহ্বানে বহু শিক্ষার্থী একটি নির্দিষ্ট সমস্যার সমাধান করতে ঝাঁপিয়ে পড়ে এই প্রতিযোগিতার সুবাদে। সমস্যার সমাধান ও সেই সমাধান থেকে ব্যবসার সুযোগ তৈরি করার জন্য পুরস্কার হিসেবে বিজয়ী দলকে দেওয়া হয় ১ মিলিয়ন ইউএস ডলার (সাড়ে ৮ কোটি টাকা)।
প্রতি বছর হাল্ট প্রাইজ থেকে একটি থিম বা বিষয় নির্ধারণ করে দেওয়া হয়, যা জাতিসংঘ প্রস্তাবিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাগুলোর সঙ্গে সম্পর্কিত। এ বছরের থিম ছিল ‘আনলিমিটেড’।
Discussion about this post