শিক্ষার আলো ডেস্ক
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ জাহাংগীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটভুক্ত বিষয়সমূহের ফল মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
এতে ছেলে ও মেয়ের আলাদা ফল প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন: রাবি ভর্তিতে প্রবেশপত্র ডাউনলোডের নতুন তারিখ প্রকাশ
এবার ‘সি’ ইউনিটে ছাত্র ও ছাত্রীদের পৃথকভাবে ১৯৪ টি করে মোট ৩৮৮ টি আসনের বিপরীতে ১৮ হাজার ৬৬ জন ছাত্র এবং ২১ হাজার ৭৭৯ জন ছাত্রীসহ মোট আবেদন জমা পড়েছে ৩৯ হাজার ৮৪৫ টি। ‘সি’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে ৯৩ জন ছাত্র এবং ১১২ জন ছাত্রী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভর্তি পরীক্ষার ফলসহ বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে https://www.ju-admission.org/result এ পাওয়া যাবে।
Discussion about this post