খেলাধূলা ডেস্ক
২৮ আগষ্ট (শনিবার) থেকে শুরু হয়েছে চিটাগাং ক্লাব লিমিটেড আয়োজিত বারকোড-রিটজি গ্রুপ বিলিয়ার্ড, স্ন্কার এন্ড পুল টুর্নামেন্ট ।
৬ষ্ঠ বারের মত এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। চিটাগাং ক্লাব টিভি লাউঞ্জে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্লাবের চেয়ারম্যান নাদের খান।
অনুষ্ঠানে টুর্নামেন্টের পৃষ্ঠপোষকদ্বয় বারকোড রেস্টুরেন্ট গ্রুপের এমডি, চিটাগাং ক্লাব ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল হক মঞ্জু এবং রিটজি গ্রুপ এবং রিটজি এ্যাপারেলস লিমিটেডের পক্ষে ক্লাব মেম্বার মীর্জা মোহাম্মদ আকবর আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্নুকার বিভাগের মেম্বার ইনচার্জ মঞ্জুরুল আলম পারভেজ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব নির্বাহী কমিটির মেম্বার জাবেদ হাশেম (নান্নু), ইমতিয়াজ হাবীব (রনি), মাহাবুবুল কবির খান ( শান্তনু), আলী আহসান (সেলিম), মোহাম্মদ আজিজুল হাকীম, এ এ, এম, ইমতিয়াজ চৌধুরী (রকি) এবং স্নুকার সাব কমিটির কনভেনার নুর উদ্দিন জাবেদ প্রমুখ সহ বহু ক্রীড়ামোদি ক্লাব মেম্বার। অনুষ্ঠান পরিচালনা করেন মাহতাব উদ্দিন চৌধুরী (হুমায়ুন)।
Discussion about this post