নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের জাতীয় শিশু দিবস ও বাংলার জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আলোচনাসভা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করেছে নগরীর সুপরিচিত কর্ণফুলী পাবলিক স্কুল এন্ড কলেজ । প্রতিষ্ঠান অধ্যক্ষ সমরজিৎ দাশ এর সভাপতিত্বে আলোচনা সভায় সকল শ্রেণির শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনার শুরুতে জাতির পিতার আত্মার মাগফেরাত কামনা করে পবিত্র কোরআন ও দোয়া পাঠ করা হয়। বক্তব্যে অধ্যক্ষ সমরজিৎ দাশ বাংলাদেশ প্রতিষ্ঠায় শেখ মুজিবুর রহমানের অনবদ্য ভূমিকার কথা তুলে ধরে বলেন,
জাতির পিতা শেখ মুজিবুর রহমান পাকিস্তানী শাসকগোষ্ঠীর গোলামী থেকে আমাদের জাতিকে মুক্ত করেছেন। বঙ্গবন্ধু শিশুদের খুবই ভালোবাসতেন তিনি। তাই তাঁর জীবনী অনুসরণ করে তোমাদেরও ছোটবেলা থেকেইে আদর্শজীবন গঠন করতে হবে। আমরা আশা করি দেশের প্রতিটি শিশু বঙ্গবন্ধুর আদর্শে বড় হবে। তার মতো দেশপ্রেমিক হবে।
সভার অন্যান্য বক্তাগণ জাতীয় শিশু দিবসের গুরুত্বের উপর আলোকপাত করেন এবং বঙ্গবন্ধুর আদর্শে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে প্রথম থেকে দশম শ্রেণির ছাত্রছাত্রীরা চিত্রাংকন আয়োজনে অংশগ্রহণ করে এবং রং তুলিতে ফুটিয়ে তোলে বঙ্গবন্ধু ও বাংলাদেশের অবিচ্ছেদ্য সম্পর্ক। আলোচনা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
Discussion about this post