শিক্ষার আলো ডেস্ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বহুলকাংখিত সমাবর্তন অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ আগামী ৮ ডিসেম্বর!
মঙ্গলবার (১৬ এপ্রিল) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের এর অনুরোধে মাননীয় চ্যান্সেলর এতে সম্মতি দেন।
সাক্ষাৎকালে ভিসি চ্যান্সেলর মো. সাহাবুদ্দিনকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান এবং একাডেমিকসহ সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
সাক্ষাতকালে চবি উপাচার্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিকসহ সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় রাষ্ট্রপতি বলেন, উচ্চশিক্ষা বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া খুবই জরুরি। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিক শিক্ষার পাশাপাশি অনানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম প্রসারে কর্তৃপক্ষ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।
আরও পড়ুনঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনের ঘোষণা দিলেন সদ্যনিযুক্ত উপাচার্য
এ সময় ভিসি বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন অনুষ্ঠান আয়োজনের প্রস্তাব করলে তিনি সম্ভাব্য তারিখ হিসেবে আগামী ৮ ডিসেম্বর নির্ধারণ করেছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘ ৫৮ বছরে সমাবর্তন হয়েছে মাত্র চারবার। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় ২৮ বছর পর ১৯৯৪ সালে চবিতে প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় সমাবর্তন ১৯৯৯ সালে, তৃতীয়টি ২০০৭ সালে এবং চতুর্থটি ২০১৬ সালে অনুষ্ঠিত হয়। সর্বশেষ সমাবর্তন অনুষ্ঠিত হয় ২০১৬ সালে। সে সময় উপাচার্য ছিলেন অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রায় হাজার হাজার শিক্ষার্থী পঞ্চম সমাবর্তনের অপেক্ষায় রয়েছেন।এই শিক্ষার্থীরা চবির বিভিন্ন বিভাগ থেকে তাদের স্নাতক ও স্নাতকোত্তর কোর্স সম্পন্ন করেছেন।
মাননীয় চ্যান্সেলেরের সম্মতিতে আগামী ৮ ডিসেম্বর ৫ম সমাবর্তন অনুষ্ঠানের মধ্য দিয়ে দীর্ঘ দিনের আক্ষেপ ঘুচলো শিক্ষার্থীদের।
Discussion about this post