শিক্ষার আলো ডেস্ক
এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টরিয়াল বডিতে রদবদল আনা হয়েছে। সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে একসঙ্গে বিভিন্ন বিভাগের পাঁচজন শিক্ষককে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ স্বাক্ষরিত পৃথক পাঁচটি বিজ্ঞপ্তিতে তাদের নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।
নতুন পাঁচ সহকারী প্রক্টরের হলেন- ওশানোগ্রাফি বিভাগের সহযোগী অধ্যাপক এনামুল হক নীল; সংস্কৃত বিভাগের সহযোগী অধ্যাপক ড. লিটন মিত্র; আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক হেলাল উদ্দিন আহমেদ; ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক রন্টু দাশ এবং ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের সহকারী অধ্যাপক রিফাত রহমান।
এর আগে সোমবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ওশানোগ্রাফি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ অহিদুল আলম। তিনি অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদারের স্থলাভিষিক্ত হয়েছেন।
Discussion about this post