তানভীর পায়েল
শিক্ষার্থীদের মাঝে প্রকৃত জ্ঞান ও দক্ষতা তৈরি করতে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক শিক্ষা দেওয়াও আবশ্যক। প্রিমিয়ার ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে তাই নানান উদ্যোগ নেয়া হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৫০তম ব্যাচের ছাত্রছাত্রীরা ‘ল অব এভিডেন্স’ কোর্সের প্রায়োগিক অংশ হিসেবে চট্টগ্রাম আদালত পরিদর্শন করে।
কোর্স শিক্ষক জনাব জাবেদ আরাফাতের নেতৃত্বে এ সময় তারা চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ আদালত এবং সংশ্লিষ্ট অফিসসমূহ পরিদর্শন করে তাদের কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা নেয়। এরপর চট্টগ্রামের বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ আবু সালেম মো. নোমানের সাথে সাক্ষাৎ করে শিক্ষার্থীরা।
এ সময় আবু সালেম মো. নোমান ছাত্র-ছাত্রীদেরকে আইন পেশা সংক্রান্ত নানান গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। তিনি বলেন, আইনের ছাত্ররাই পারে সমাজে ইতিবাচক পরিবর্তন ঘটাতে। নৈতিকতা বজায় রেখে কাজ করতে হবে। বিশেষ করে আইন পেশায় নৈতিক হওয়ার গুরুত্ব অনেক। রাষ্ট্রে সুবিচার নিশ্চিত করে এ পেশা। তিনি আরো বলেন, সময়ের গুরুত্ব দিতে শিখতে হবে, তাহলেই উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছানো সম্ভব।
Discussion about this post