মো. সাইদুল ইসলাম চৌধুরী
সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রভাষক মোহাম্মদ লিয়াকত আলী(৩০) আর নেই… ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। তরুণ ও মেধাবী গুণী এই শিক্ষকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সাউদার্ন ইউনিভার্সিটি পরিবার। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুটি সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
এক শোকবার্তায় সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ’র উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খলিলুর রহমান, উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, রেজিস্ট্রার, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শুক্রবার বাদে জুমা বাকলিয়া কামালে ইশক মোস্তফা(সা:) মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আগামীকাল শনিবার গ্রামের বাড়ি আনোয়ারায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
Discussion about this post