মো. সাইদুল ইসলাম চৌধুরী
সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর আইন বিভাগের ৩২ জন প্রাক্তন(এলামনাই) কৃতি শিক্ষার্থী সরকারি আইন কর্মকর্তা(পি.পি,এডি.পিপি,এপিপি
আইন বিভাগের উপদেষ্টা প্রফেসর মহিউদ্দিন খালেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান। এছাড়াও গেস্ট অব অনার ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ওসমান চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী। এছাড়াও আইন বিভাগের শিক্ষকবৃন্দ, সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ল এলামনাই এসোসিয়েশন এর সভাপতি, সাধারণ সম্পাদক সহ সদস্যগণও উপস্থিত ছিলেন।
বিভাগীয় শিক্ষক জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান সুরাইয়া মমতাজ । প্রধান অতিথি উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান তাঁর বক্তব্যে শিক্ষকদের মর্যাদা ও সম্মান নিয়ে আলোচনা করেন। ব্যারিস্টার ওসমান চৌধুরী নবনিযুক্ত আইন কর্মকর্তাদের উদ্দেশ্যে আইন শাসন প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। চট্টগ্রাম জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী তার বক্তব্যে বলেন, “চট্টগ্রামে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সাউদার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সবচেয়ে বেশি সরকারি আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ নিয়োগ পেয়েছেন। এছাড়াও, সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ল এলামনাই এসোসিয়েশন এর সভাপতি তার বক্তব্যে বর্তমান ছাত্র—ছাত্রী ও প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশ্যে কথা বলেন।
সমাপনী বক্তব্যে আইন বিভাগের উপদেষ্টা প্রফেসর মহিউদ্দিন খালেদ নব নিযুক্ত সরকারি আইন কর্মকর্তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি ভবিষ্যতে আইনের শাসন প্রতিষ্ঠায় সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন। সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর আইন বিভাগ ভবিষ্যতে আরও উন্নতি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
Discussion about this post