মো. সাইদুল ইসলাম চৌধুরী
সাউদার্ন ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের উদ্যোগে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো জমজমাট “কনস্ট্রাক্টিভ আড্ডা-২০২৪। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে এ আড্ডার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এই আড্ডায় ছিল কাবাডি, দড়ি টানাটানি, হাড়িভাঙা, বল পাসিং প্রতিযোগিতা, র্যাফেল ড্র সহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন।
পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মুহাম্মদ মাহফুজুল হকের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক আবুল হাসান, সহকারী অধ্যাপক ফাতেমা তুজ জাহারা, ড. তাসনিমা জান্নাত এবং প্রভাষক আয়ানুল হক চৌধুরী।
আরো পড়ুন-সাউদার্ন ইউনিভার্সিটিতে বিজয় দিবস উদযাপন
বক্তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য উৎসাহিত করেন এবং এ ধরনের আয়োজনের প্রশংসা করেন। শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা শেষে পুরকৌশল বিভাগের প্রভাষক মাসুদুর রহমানের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।
Discussion about this post