মো. সাইদুল ইসলাম চৌধুরী
সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর ৩৮তম অর্থ কমিটির সভা গতকাল রোববার ( ৯ মার্চ ) সকাল সাড়ে ১১টায় স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। অর্থ কমিটি ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শিল্পপতি খলিলুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় ট্রাস্ট সেক্রেটারি অধ্যাপক সরওয়ার জাহান, ট্রাস্ট ভাইস-চেয়ারম্যান শফিক উদ্দিন ও লিয়াকত আলী চৌধুরী, উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান, ট্রাস্টি বোর্ডের সদস্য আব্দুস সালাম, অধ্যাপক ড. ইসরাত জাহান, ফেরদৌস ওয়াহিদ বাপ্পী, অধ্যাপক ড. সালেহ জহুর, অধ্যাপক প্রকৌশলী ড. মোজাম্মেল হক, জমির উদ্দিন ও শাহাদাত হোসেন সহ হিসাব শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভার সার্বিক কার্যবিবরণী উপস্থিত সদস্যদের সামনে তুলে ধরেন কোষাধ্যক্ষ।
Discussion about this post