নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) অটাম ১৯ সেমিষ্টারের ফাইনাল পরীক্ষা আগামীকাল শনিবার (০৬ জুন) থেকে শুরু হচ্ছে।
জান গেছে, গত ২০ মার্চ অটাম ১৯ সেমিষ্টারের ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষনা করে প্রশাসন। তবে গতকাল বৃহস্পতিবার থেকে পুনরায় সীমিত পরিসরে অনুষদের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে।
শিক্ষার্থীরা প্রাথমিক পর্যায়ে অনলাইনের পরীক্ষায় রাজি না হলেও তাদের বৃহৎ স্বার্থের কথা বিবেচনা করে দ্বিমত করেনি।
শিক্ষার্থীরা জানান, আমরা জানি না এই মহামারির শেষ কোথায়, আর কবে নাগাদ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে? আমরা এমনিতেই সেশন জটে আছি। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীন সমস্যার কারণে প্রায় ১ মাস বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল, এখন আবার করোনার মতো মহামারী।
তারা জানান, নানান দিকে বিবেচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমরা একমত হয়েছি। তবে আমাদের চাওয়া-পাওয়া বিশ্ববিদ্যালয়ের কাছে, আমাদের পরীক্ষা গ্রহনের ক্ষেত্রে একটু নমনীয় মনভাব থাকা চাই। তাছাড়া আমরা অনেক বেশি ক্ষতির সম্মুখীন হবো।
Discussion about this post