বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজে স্থাপিত বুথে কোভিড-১৯ নমুনা জমা দিতে পারবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। এতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও ব্র্যাক সহযোগিতা করবে। আজ সোমবার (১৫ জুন) দুপুরে উপাচার্যের বাসভবনে এ বিষয়ে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের কারও করোনা উপসর্গ দেখা দিলে প্রক্টর অফিসে নাম জমা দেয়া সাপেক্ষে কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজে স্থাপিত বুথে উপস্থিত হয়ে নমুনা প্রদান করতে পারবেন। তবে এসব নমুনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোভিড-১৯ সনাক্তকরণ ল্যাবে পরীক্ষা করা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই নমুনা সংগ্রহ কার্যক্রম চলবে বলে সভায় জানানো হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এসময় চবি প্রক্টর প্রফেসর এস এম মনিরুল হাসান, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মনিরুল ইসলাম, ব্র্যাক এর ডিভিশনাল ম্যানেজার মো. ইয়াছিন মিঞা এবং রিজিওনাল ম্যানেজার মো. হানিফ উদ্দিন উপস্থিত ছিলেন।
উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, করোনা মহামারিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের সুরক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাচ্ছে। আজকের এই মহৎ উদ্যোগে এগিয়ে আসার জন্য ব্র্যাক ও সিটি কর্পোরেশনকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
Discussion about this post