নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েটে) আজ(৫জুলাই) থেকে অনলাইন ক্লাস শুরু হয়েছে।
প্রাথমিকভাবে প্রথম বর্ষের (১৯ ব্যাচ) শিক্ষার্থীদের নিয়ে আজ সকাল ১০ ঘটিকায় অনলাইন ক্লাস শুরু হয়। ১৯ব্যাচের প্রায় সকল বিভাগেই অনলাইন ক্লাস অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী বলেন, প্রাথমিকভাবে প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে অনলাইন পাঠদান শুরু হলেও কিছুদিনের মধ্যেই অন্যান্য বর্ষের শিক্ষার্থীদের মাঝে অনলাইনে পাঠদান শুরু হবে।
শিক্ষার্থীদের ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমরা ভেবে দেখছি। ডিন ও বিভাগীয় প্রধানদের সমন্বয়ে সভায় আরও বিস্তর আলোচনা হবে। ইন্টারনেট খরচের বিষয়টিও নীতিমালায় রয়েছে।এটি নিয়েও আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
Discussion about this post