নিজস্ব প্রতিবেদক
অক্সিজেন স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত ২০২১ সালের প্রথম অভিভাবক সমাবেশ স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম ্এর সভাপতিত্বে ও স্কুলের সহকারী শিক্ষক আতাউল কুতুবী’র সঞ্চালনায় স্বাস্থ্য বিধি মেনে আজ “ওএসসি’র” ক্যাম্পাস ১-এ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিজয় স্মরণী বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের পরিচালক মুসলিম উদ্দিন কাদেরী। এছাড়া আরো উপস্থিত ছিলেন অক্সিজেন স্কুল এন্ড কলেজের সম্মানিত শিক্ষক ও শিক্ষিকা মন্ডলী।
অনুষ্ঠানের শুরুতে স্কুলে ভর্তি হওয়া নতুন ও পুরাতন ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করা হয়। এসময় শিক্ষার্থী ও অভিভাবকদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথি, সভাপতি, অধ্যক্ষ মহোদয়, পরিচালক মহোদয় ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথি অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ তাঁর বক্তব্যে বলেন, করোনার এই অতিমারীর সময়ে হতাশ না হয়ে শিশুদের লেখাপড়া চালিয়ে যেতে হবে।এক্ষেত্রে অভিভাবকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ।অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, করোনার ছোবলে বিপর্যস্ত শিক্ষাংগন সচল রাখতে অক্সিজেন স্কুল এন্ড কলেজ শুরু থেকেই সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও করবে ইনশাআল্লাহ !আমাদের শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দও আমাদের সহযোগিতা করেছেন। সেজন্য সকলকে ধন্যবাদ জানাই।
সমাবেশে নতুন বছরে শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকগণ তাঁদের নিজ নিজ মতামত ব্যক্ত করেন।
Discussion about this post