নিজস্ব প্রতিবেদক
প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে ২৫ মার্চ রাত ১১টা ১ মিনিটে ১৯৭১ সালে সংঘটিত পৃথিবীর জঘন্যতম গণহত্যায় শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে।
এই কালরাত্রিতে যে ৩০ লাখ লোক বাংলাদেশে শহীদ হয়েছিলেন, তাদের স্মরণে প্রদীপ প্রজ্বালন করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন, ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক, উপাচার্যের উপদেষ্টা ও চীফ ইঞ্জিনিয়ার মো. আবু তাহের, রেজিস্ট্রার মো. খুরশিদুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক শেখ মুহাম্মদ ইব্রাহিম, গণিত বিভাগের চেয়ারম্যান ইফতেখার মনির এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তারা।
Discussion about this post