নিজস্ব প্রতিবেদক
চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) গবেষণা বিষয়ক সেমিনারে আমেরিকার ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার ডক্টরিয়াল ফেলো শৈবাল দেব রায় বলেছেন, যুক্তরাষ্ট্র তাদের গবেষণায় বর্ণবাদ, সংস্কৃতি, উপনিবেশিকতা আর পুঁজিবাদকে সামনে তুলে ধরে সচেতনতা সৃষ্টি করছে।
সিআইইউর ইংরেজি বিভাগ বৃহস্পতিবার (১৭ জুন) সকালে মিনহাজ কমপ্লেক্সে ‘যুক্তরাষ্ট্রের গবেষণায় আগ্রহ এবং উচ্চশিক্ষা: প্রচলিত ধারা’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে।
প্রধান বক্তার বক্তব্যে তরুণ গবেষক শৈবাল দেব রায় যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের গবেষণার নানান চিত্র, সমস্যা, সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ মোকাবিলায় একাধিক সুপারিশ তুলে ধরেন।
তিনি বলেন, উঠতি ছেলে মেয়েদের খাবার-দাবার, পোষাক, রুচিবোধ থেকে শুরু করে সব বয়সী মানুষের জীবনচিত্রের প্রতিটি ধাপ নিয়েই গবেষণা করা হয় সেখানে।
আর এই কাজের মধ্য দিয়েই দেশটি তাদের ভবিষ্যত পরিকল্পনা নির্ধারণ করে এগিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশে নতুন গবেষক ও গবেষণা সৃষ্টির জন্য সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। আমাদের সংস্কৃতি যত বেশি তথ্যে ও উপাদানে সমৃদ্ধ হবে, আমরা ততই গবেষণা খাতে এগিয়ে যেতে পারবো।
সিআইইউ’র স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এর ডিন অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উচ্চশিক্ষা ও গবেষণা নিয়ে আলোচনায় অংশ নেন ইংরেজি বিভাগের শিক্ষকরা। এসময় শিক্ষার্থীরাও নিজেদের মতামত তুলে ধরেন।
Discussion about this post