নিজস্ব প্রতিবেদক
আইনের ব্যবহারিক জ্ঞান বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে শিখার উদ্দেশ্যে চট্টগ্রাম আদালত ভবন পরিদর্শন করেছেন চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) স্কুল অব ল’র শিক্ষার্থীরা।
স্কুল অব ল’র প্রভাষক এবং সহকারী প্রক্টর মো. আদনান কবিরের নেতৃত্বে এলএলবি ১২তম সেমিস্টারের শিক্ষার্থীদের একটি টিম পরিদর্শনে যান।
এ সময় শিক্ষার্থীরা মহানগর দায়রা জজ, দেওয়ানি ও ফৌজদারি কার্যক্রম, মামলার সমন জারি, ফাইলিং, বিচারকার্য পরিচালনা পদ্ধতি, আইনজীবীদের তথ্য-উপাত্ত উপস্থাপন, বাদী-বিবাদীর বক্তব্যসহ আইনের সঙ্গে সংশ্লিষ্ট নানান বিষয়ে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করেন।
এ বিষয়ে স্কুল অব ল’র প্রভাষক মো. আদনান কবির বলেন, এলএফই কোর্সের আওতায় এসব শিক্ষার্থী আদালতের কার্যক্রম দেখার জন্য পরিদর্শন করেছেন। এই ধরনের অভিজ্ঞতা আগামী দিনে তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দ্রুত বিচারকার্য পরিচালনায় সহায়ক হিসেবে কাজ করবে।
সিআইইউর ‘স্কুল অব ল’ প্রতি সেমিস্টারে শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান বৃদ্ধিতে ক্লাস-রুমের বাইরে আদালত ভবন পরিদর্শন ও সমসাময়িক আইন বিষয় নিয়ে নানা ধরনের সেমিনার-সিম্পোজিয়ামের আয়োজন করে থাকে।
Discussion about this post