খেলাধূলা ডেস্ক
চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৭) বালক ফুটবল টুর্নামেন্টে গতকাল রোববার দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে কর্ণফুলী উপজেলা ও বাঁশখালী উপজেরা জয়লাভ করে।
এদিন সকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৭) বালিকা ফুটবল টুর্নামেন্টে ২টি খেলা অনুষ্ঠিত হয়। এতে জয়লাভ করে আনোয়ারা ও বোয়ালখালী উপজেলা। সকালে এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত বালিকা গ্রুপের প্রথম খেলায় শক্তিশালী আনোয়ারা উপজেলা ৭-০ গোলে বাঁশখালী উপজেলাকে সহজেই পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে ফাহমিদা সোলতানা তিন গোল করে হ্যাটট্রিক সম্পন্ন করেন।
এছাড়া সানজিদা, সাদিয়া, আখি ও আলিফা প্রত্যেকে ১টি করে গোল করেন। একই ভেন্যুতে অনুষ্ঠিত বালিকা গ্রুপের অপর খেলায় সুপর্ণা দাশের হ্যাটট্রিকের কল্যানে বোয়ালখালী উপজেলা ৬-০ গোলে কর্ণফুলী উপজেলার বিপক্ষে জয়লাভ করে। সুপর্নার হ্যাটট্রিক ছাড়াও দলের হয়ে চন্দ্রিকা বড়ুয়া ২টি, উম্মে সাদিয়া মাহি ১টি গোল করেন। বিকালে চট্টগ্রাম এম.এ আজিজ স্টেডিয়ামে বালক গ্রুপের প্রথম খেলায় বাঁশখালী উপজেলা তুলনামূলক ভালো খেলে ৩-১ গোলে আনোয়ারা উপজেলাকে পরাজিত করে। বিজয়ী বাঁশখালী দলের রানা দেব দাশ ২টি এবং হাবিব ১টি গোল করেন।
বিজিত দলের পক্ষে জাহিদ হোসেন ১টি গোল শোধ করেন। একই ভেন্যুতে অনুষ্ঠিত দিনের অপর খেলায় কর্ণফুলী উপজেলা মিজবাতুল ইসলামের দেয়া গোলে ১-০ গোলে বোয়ালখালী উপজেলার বিরুদ্ধে জয়লাভ করে। দু’দল সারাক্ষণ প্রতিদ্বন্দ্বিতা করে খেললেও খেলার শেষ দিকে গোল দেয়ার সুযোগ লাভ করে কর্ণফুলী। অন্যদিকে বোয়ালখালী বেশ কটি সুযোগ পেলেও তা থেকে গোল করতে ব্যর্থ হয়। আজ বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে বালক ইভেন্টে দুটি খেলা অনুষ্ঠিত হবে।
সকাল ৯.৩০ টায় পাঁচলাইশ থানা বনাম কোতোয়ালি থানা, বিকাল ৩টায় পটিয়া উপজেলা বনাম লোহাগাড়া উপজেলার মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। বালিকা ইভেন্টেও দুটি খেলা অনুষ্ঠিত হবে। সকাল ১০.৩০ টায় লোহাগাড়া উপজেলা বনাম পটিয়া উপজেলা এবং বিকাল ৪.৩০টায় বন্দর থানা বনাম চান্দগাঁও থানার মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। সব খেলা এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
Discussion about this post