নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, প্রাক্তন মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান এবং উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান।
এক শোকবার্তায় আবদুল্লাহ আল নোমান বলেন, বাংলাদেশের উচ্চশিক্ষায় এ প্রথিতযশা অধ্যাপকের অবদান অনস্বীকার্য।
প্রতিষ্ঠান পরিচালনায় দক্ষ নেতৃত্ব গুণের পরিচয় রেখেছেন এই শিক্ষাবিদ। বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়কে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দেশের উচ্চশিক্ষার উন্নয়নে ভূমিকা রেখেছেন। দেশ ও জাতি সশ্রদ্ধচিত্তে স্মরণ করবে এ অধ্যাপককে। তার মৃত্যুতে দেশের শিক্ষাক্ষেত্রে যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হবার নয়।
অধ্যাপক মোহাম্মদ আলী ১৯৮৫ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত চবির উপাচার্য ছিলেন। ১৯৯০-১৯৯৪ মেয়াদে তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও চবি ইংরেজি বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি কলা ও মানববিদ্যা অনুষদেরও ডিন ছিলেন। এছাড়াও তিনি বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়েরও উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
Discussion about this post