নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক সদস্য অধ্যাপক মোহাম্মদ আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী।
শনিবার (২৬ জুন) শোক বার্তায় সিআইইউর উপাচার্য বলেন, একজন খ্যাতিমান শিক্ষাবিদের মৃত্যুতে দেশের উচ্চশিক্ষায় যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা কখনোই পূরণ হওয়ার নয়।
শিক্ষার পাশাপাশি প্রশাসনিক ক্ষেত্রে তাঁর সময়োপযোগী পদক্ষেপ, সততা ও নিষ্ঠার কারণে ছাত্র-শিক্ষক সব শ্রেণির মানুষের কাছে তিনি উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন।
অধ্যাপক মোহাম্মদ আলী একজন সজ্জন, মার্জিত রুচির অধিকারী ও সদালাপী মানুষ হিসেবে পরিচিত ছিলেন। সিআইইউ উপাচার্য তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
গত ২৪ জুন সন্ধ্যায় নগরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন অধ্যাপক মোহাম্মদ আলী। ১৯৮৫-১৯৮৮ মেয়াদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন এই প্রথিতযশা শিক্ষক। ওই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি তিনি। দেশের বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়েও উপাচার্যের দায়িত্ব পালন করেছেন বরেণ্য এই শিক্ষাবিদ। একজন কৃতি অনুবাদক হিসেবেও পাঠকমহলে তাঁর সুনাম রয়েছে।
Discussion about this post