নিজস্ব প্রতিবেদক
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উদ্যোগে একটি আন্তর্জাতিক ওয়েবিনারের আয়োজন করা হয়।
সোমবার (২৮ জুন) আয়োজিত এ ওয়েবিনারের মূল বক্তা ছিলেন আমেরিকার ইউনিভার্সিটি অব ইলিনয় আরবানা শেম্পেন এর ইংরেজি বিভাগের শিক্ষক ড. পল্লবী গুপ্ত।
তিনি ‘রিসেন্ট ট্রেন্ডজ ইন লিটারেরি ক্রিটিসিজম’ নিয়ে আলোচনা করেন।
ওয়েবিনারে উপস্থিত ছিলেন নেপালের প্রখ্যাত গবেষক ও অধ্যাপক ড. অরুণ গুপ্ত।
এতে আরও বক্তব্য রাখেন প্রিমিয়ার ইউনিভার্সিটির কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোহীত উল আলম এবং ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক সাদাত জামান খান।
সহকারী অধ্যাপক শহিদুল আলম চৌধুরী ও প্রভাষক দুহিতা চৌধুরীর সঞ্চালনায় এই ওয়েবিনারে নেপাল ও বাংলাদেশ থেকে অনেক সাহিত্যপ্রেমী অংশগ্রহণ করেন। এছাড়াও প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এই ওয়েবিনারে উপস্থিত ছিলেন।
Discussion about this post