খেলাধূলা ডেস্ক
সারাদেশেই চলছে অব্যাহত ধর্ষণ আর নারী নিপীড়নের মহামারি। এমন সময়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইন্সপায়ার চট্টগ্রাম’ নারীদের আত্মরক্ষায় চালু করে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা।
‘সেলফ ডিফেন্স আর্ট’ শিরোনামে নগরের বিভিন্ন শ্রেণি ও পেশার ৪১৭ জন নারীকে তিন মাস ধরে দেওয়া হল আত্মরক্ষামূলক প্রশিক্ষণ।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে নগরের এমএ আজিজ স্টেডিয়ামে আত্মরক্ষামূলক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী সকল নারীকে সনদ তুলে দেওয়া হল।
৩ মাসব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষণ দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কারাতে প্রশিক্ষক জয়জিৎ চৌধুরী ও ফাতেমা সুমাইয়া নাম্মী। সপ্তাহে দুইদিন করে তিন মাস ধরে চলা এই আত্মরক্ষামূলক কর্মশালা বিনামূল্যে সম্পন্ন করেছেন ৪১৭ নারী।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান সাজ্জাত হোসেন। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের পরিচালক জাওইদ আলী চৌধুরী, সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থাপনা করেন ফাহমিদা আক্তার।
নুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. নাজনীন চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি দিদারুল আলম, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, প্রাক্তন ছাত্রনেতা মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, দেবাশীষ পাল দেবু, অভিনেত্রী ডা. আজমেরী হক বাঁধন, কেন্দ্রীয় যুবলীগ সদস্য কায়কোবাদ ওসমানী, জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক আবৃত্তি শিল্পী হাসান জাহাঙ্গীর, সাইফুদ্দিন সাইফ, মোহাম্মদ রাশেদুল ইসলাম রাসেল।
এতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক এম শাহাদাৎ নবী খোকা, সোনিয়া আজাদ, তৌহিদুল ইসলাম, একরামউল্লাহ চৌধুরী, জাহাঙ্গীর আলম, সুমন চৌধুরী, সেলিম খান, সাহেদ পারভেজ প্রমুখ।
Discussion about this post