নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের বেসরকারি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ।
বুধবার (২৮ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের-১ উপসচিব শামিমা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ৩১ (১) ধারা অনুয়ায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফকে যোগদানের তারিখ থেকে আগামী চার বছরের জন্য আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করেছেন।
প্রখ্যাত শিক্ষাবিদ প্রফেসর আনোয়ারুল আজিম এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
গত ২৮ মার্চ প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) উপাচার্য হিসেবে কার্যভার গ্রহণ করেন । পরদিন গত ২৯ মার্চ নতুন উপাচার্যকে ফুল দিয়ে বরণ করেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।
সীতাকুণ্ডের কুমিরার আইআইইউসি’র ভিসি কার্যালয়ে এ বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরী, প্রফেসর ড. মো. ফসিউল আলম, প্রফেসর ড. মো. সালেহ জহুর, প্রফেসর ড. কাজী দীন মোহাম্মদ, ট্রেজারার ড. মুহাম্মদ হুমায়ুন কবির, রেজিস্ট্রার মুহাম্মদ শফীউর রহমান, বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক সারোয়ার আলম, সেন্টার ফর রিচার্স অ্যান্ড পাবলিকেশনের পরিচালক ড. আখতারুজ্জামান খানসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, সিনিয়র শিক্ষক ও কর্মকর্তারা।
Discussion about this post