নিজস্ব প্রতিবেদক
‘শোক থেকে শক্তি, শোক থেকে জাগরণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে প্রিমিয়ার ইউনিভার্সিটি।
রোববার (১৫ আগস্ট) সকাল ১১টায় অনলাইনে আয়োজিত সভায় প্রধান আলোচক ছিলেন সমাজবিজ্ঞানী ও শিক্ষায় একুশে পদকপ্রাপ্ত প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন।
বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের উদ্যোগে সভাপতিত্ব করেন ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ।
ড. অনুপম সেন বলেন, ১৯৪৭ সালে পাকিস্তান স্বাধীন হলেও এদেশের জনগণ স্বাধীনতা পায়নি। ১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত তারা অজস্র সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিল। তাদের অর্থনৈতিক মুক্তি ছিল না। বাজেটের সিংহভাগ ব্যয় হতো পশ্চিম পাকিস্তানে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ কারণে ১৯৬৬ সালে ছয় দফা ঘোষণা করেন। এই ছয় দফা ছিল এদেশের জনগণের অর্থনৈতিক মুক্তির দলিল। ছয় দফার ঘোষণা বঙ্গবন্ধু প্রথম দেন লাহোরে, তারপর চট্টগ্রামের লালদিঘি ময়দানে। এদেশের জনগণের অর্থনৈতিক মুক্তি না থাকায়, তারা পশ্চিম পাকিস্তান কর্তৃক ভয়ানকভাবে শোষিত হওয়ায় ছয় দফার পথ ধরে সূচিত হয় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, অর্জিত হয় স্বাধীনতা। বঙ্গবন্ধু এই ছয় দফা ঘোষণা না করলে বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নই আসতো না। আজকের বাংলাদেশের যে উন্নয়ন তা কোনোদিন সম্ভব হতো না। অথচ ১৯৭৫ সালের ১৫ আগস্ট দুর্বৃত্তরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে। ১৫ আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ায় দিনটি বাঙালি জাতি ও বাংলাদেশের ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়।
সহকারী অধ্যাপক সাইফুদ্দিন মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে আরও বক্তব্য দেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক, স্থাপত্য বিভাগের চেয়ারম্যান প্রফেসর সোহেল এম. শাকুর, গণিত বিভাগের চেয়ারম্যান ইফতেখার মনির ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান টুটন চন্দ্র মল্লিক।
ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক বলেন, বঙ্গবন্ধু তাঁর দীর্ঘ সময়ের আন্দোলন-সংগ্রাম ও দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ স্থাপন করে তাঁর কাছে বাঙালিকে চিরকালের জন্য ঋণী করেন। সুতরাং তাঁকে হত্যা করা হলেও ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না।
অনুষ্ঠানে প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এছাড়াও নগরের জিইসি মোড়ে প্রিমিয়ার ইউনিভার্সিটির কেন্দ্রিয় মসজিদে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় বাদে জোহর খতমে কোরান, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক ও রেজিস্ট্রার খুরশিদুর রহমান।
Discussion about this post