তানভীর জাকারিয়া চৌধুরী
চট্টগ্রামের ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) ফল ২০২১ সেমিস্টারে ভর্তি চলছে। এর উপলক্ষে সম্প্রতি ক্যাম্পাস ও ভার্চুয়াল প্ল্যাটফর্মে একযোগে অনুষ্ঠিত হয়েছে অ্যাডমিশন ফেয়ার। জনসমাগম এড়িয়ে ঘরে বসেই যাতে আগ্রহীরা ভর্তি হতে পারে সে লক্ষ্যে ক্যাম্পাসের পাশাপাশি ভার্চুয়াল প্ল্যাটফর্মেও ভর্তি মেলার কার্যক্রম পরিচালিত হয়।
মেলায় ফ্যাকাল্টি মেম্বারদের সাথে কথা বলে ইডিইউর পাঠদান পদ্ধতি ও বিষয়সমূহের বিশেষত্ব সম্পর্কে জানার সুযোগ লুফে নেয় আগ্রহীরা। মেলার শুরু থেকেই ভর্তিচ্ছুরা ফ্যাকাল্টি মেম্বারদের সাথে কথা বলে নিজেদের উপযুক্ত বিষয় বেছে নেয়।
বিবিএ, এমবিএ, ইংরেজিতে অনার্স ও মাস্টার্স, অর্থনীতি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ও এমএসসি, ইলেক্ট্রনিক ও ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিকাল ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ও এমএসসি এবং মাস্টার্স অব পাবলিক পলিসি অ্যান্ড লিডারশিপ প্রোগ্রামের পৃথক রুমে তাই আগ্রহী শিক্ষার্থীরা সকাল থেকেই ব্যাতিব্যস্ত করে তোলে ফ্যাকাল্টি মেম্বারদের। এতে স্পট অ্যাডমিশন ও ভর্তির উপর বিভিন্ন হারে ছাড় ও বিশেষ স্কলারশিপের সুযোগ থাকায় ভর্তিচ্ছুরা মেলাতেই অ্যাডমিশন নেয়।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ, ক্যাম্পাস জব, অ্যাক্সেস একাডেমি, সেন্টার ফর প্রফেশনাল ডেভলপমেন্ট এন্ড চেইঞ্জ, অ্যাডভান্সড সার্টিফিকেট ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কোর্স, নেটওয়ার্ক এন্ড প্লেসমেন্ট সেল, ক্লাব কার্যক্রম, আন্তর্জাতিক ক্রেডিট ট্রান্সফার, হায়ার এডুকেশন, বিদেশি বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথশিক্ষা কার্যক্রমের নানান তথ্য জানতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে পৃথক সেশনে অংশ নেয় ভর্তিচ্ছুরা। পাশাপাশি ইডিইউর বর্তমান শিক্ষার্থীরাও উপস্থিত থেকে তাদের অভিজ্ঞতা শেয়ার করে।
ভর্তিচ্ছুরা admissions.eastdelta.edu.bd অথবা ইডিইউর অফিসিয়াল ফেসবুক পেইজে ম্যাসেজ পাঠিয়ে ভর্তি হতে পারবে। বিস্তারিত তথ্যের জন্য ০১৩১১-১০৪৫৩১, ০১৩১১-১০৪৫৩২, ০১৩১১-১০৪৫৩৪, ০১৩১১-১০৪৫৩৭ নম্বরে কল বা হোয়াটসএপে ম্যাসেজ করেও কথা বলা যাবে ইডিইউর অ্যাডমিশন টিমের সাথে।
Discussion about this post