শিক্ষার আলো ডেস্ক
কানাডায় অবস্থানরত চট্টগ্রাম কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের বাৎসরিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
রোববার টরন্টোর থমসন মেমোরিয়াল পার্কের সবুজ ছায়া ঘেরা চত্বরের বনভোজন দারুণ মিলনমেলায় পরিণত হয়। প্রায় তিন জেনারেশনের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা সারাদিন ধরে মেতে উঠেন হাজারও স্মৃতিচারণা আর আড্ডায়।
চট্টগ্রাম কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন কানাডার সভাপতি মোঃ আওরঙ্গজেব চৌধুরীর স্বাগত ভাষণের মধ্যদিয়ে শুরু হয় দিনের কার্যক্রম। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুব উল আলম চৌধুরী (সাইফুল) পরিবেশিত দেশীয় নানান মুখরোচক খাবার আগত অতিথিদের ব্যাপক প্রশংসা লাভ পায়।
আয়োজক কমিটির সদস্য ব্যারিস্টার রেজোয়ান রহমান, তেনজিনা এমদাদ (নুপুর) ওবাইদুর রেজা, এমদাদ হোসেন চৌধুরী, মুনিরা সুলতানা (মিলি), আজম মিয়া, আনোয়ারুল হাকিম (আরজু) সহ অন্যান্যদের নিরলস প্রচেষ্টায় আয়োজনে প্রতিটি মূহুর্ত ছিলো উপভোগ্য।
অন্টারিও প্রাদেশিক পরিষদের সংসদ সদস্য বাংলাদেশী বংশোদ্ভূত ডলি বেগম অনুষ্ঠানে উপস্থিত থেকে আগত অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
দিনভর আয়োজিত বিভিন্ন খেলাধুলায় সব বয়সীদের অংশগ্রহণ সার্বিক সময়টাকে আনন্দমুখর করে তোলে।
Discussion about this post