নিজস্ব প্রতিবেদক
ইংরেজি ভাষা দক্ষতার জন্য পরীক্ষা পিয়ারসন টেস্ট অভ ইংলিশ (পিটিই) একাডেমিক এখন তিন ঘণ্টার পরিবর্তে হবে দুই ঘণ্টার। আবার পরীক্ষাটি অনলাইনে দেয়া যাবে ঘরে বসেই। আগামী ১৬ নভেম্বর ২০২১ থেকে নতুন এ নিয়মগুলো চালু হবে বলে জানা যায় ।
যুক্তরাজ্য ভিত্তিক বিশ্বের শীর্ষস্থানীয় শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান পিয়ারসন গত ৭ সেপ্টেম্বর এ ঘোষণা দেয়।
তারা জানায় নতুন নিয়মে আগের তিন ঘণ্টার পরীক্ষা দুই ঘণ্টায় অনুষ্ঠিত হলেও মান ও কার্যকারিতা ঠিকই থাকবে। পরীক্ষার ফরম্যাট, প্রশ্নের ধরন এবং স্কোরিংয়ে কোনো পরিবর্তন আসবে না, শুধু প্রশ্নের সংখ্যা কমে যাবে। তাই পরীক্ষার্থীদের কিন্তু প্রস্তুতি নিতে হবে আগের নিয়মেই।
পিটিই একাডেমিকে এ পরিবর্তনগুলো এলেও আগের মতোই এটি গ্রহণযোগ্য হবে বিশ্বের তিন হাজারেরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান সহ একই বিশ্ববিদ্যালয়, পেশাদার সংগঠন এবং যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ভিসা ও ইমিগ্রেশন প্রক্রিয়াতেও।
একইসাথে পিয়ারসন চালু করছে পিটিই একাডেমিক অনলাইন। একই পরীক্ষা অনলাইনে চালু করা হচ্ছে তাদের জন্য যারা ঘরে বসে নিজের মতো করে পরীক্ষা দিতে চান। অনলাইন পরীক্ষাও হবে দুই ঘণ্টার এবং একই ফরম্যাটের। তবে যারা অনলাইনে পরীক্ষাটি দেবেন তাদের একটি বিষয় মনে রাখতে হবে যে এ সংস্করণটি ভিসা কিংবা ইমিগ্রেশন প্রক্রিয়ায় আপাতত গৃহীত হবে না। অনলাইনে পরীক্ষাটি দেয়ার আগে পরীক্ষার্থীদের তারা যে বিশ^বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করছেন সেই বিশ^বিদ্যালয় এটি গ্রহণ করবে কি না তা জেনে নিতে পরামর্শ দিয়েছে পিয়ারসন।
পিয়ারসন ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফ্রেয়া থমাস মংক বলেন, “আমাদের অনেক পিটিই একাডেমিক পরীক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে পড়ার অথবা ক্যারিয়ার এগিয়ে নেয়ার জন্য বিদেশ যেতে চান। তাদের যাত্রায় সহযোগিতা করার জন্য আমরা স্বল্প সময়ের পিটিই একাডেমিক টেস্ট চালু করছি যা টেস্ট সেন্টারে দেয়া যাবে আর অনলাইন পিটিই একাডেমিক টেস্ট চালু করছি যা দেয়া যাবে ঘরে বসেই।”
অনলাইনে পিটিই একাডেমিকে অংশ নেয়ার জন্য পরীক্ষার্থীদের থাকবে হবে ভালো ইন্টারনেট সংযোগ, ওয়েবক্যাম সহ একটি কম্পিউটার এবং নিরিবিলি পরিবেশ।
এ বিষয়ে আরো জানার জন্য: https://pearsonpte.com/
Discussion about this post