নিজস্ব প্রতিবেদক
সময়োপযোগী ও মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম (ইউসিটিসি) আগামী দিনগুলোতে অগ্রণী ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ড. আবুল কাশেম।
তিনি গতকাল মঙ্গলবার ইউসিটিসি ক্যাম্পাস পরিদর্শন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, মানসম্মত উচ্চশিক্ষা ছড়িয়ে দিতে ইউসিটিসির দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা শুনে ভালো লেগেছে।
দৃষ্টিনন্দন ক্যাম্পাসটি ঘুরে মনে হল তারা উচ্চ শিক্ষায় নতুনত্ব আনতে চায়। তবে এই জন্য গুণগত ধারা বজায় রাখতে হবে। পরে ইউনিভার্সিটির বিভিন্ন ক্লাসরুম, লাইব্রেরি, সিভিল, মেকানিক্যাল ও কম্পিউটার ল্যাব এবং ক্যান্টিন ঘুরে দেখেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউসিটিসির প্রতিষ্ঠাতা এবং বোর্ড অব ট্রাস্টিজ সেক্রেটারি মোহাম্মদ ওসমান, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ, রেজিস্ট্রার সালাহউদ্দিন আহমেদ, ট্রেজারার আহমেদ শরীফ তালুকদার, ডিরেক্টর অফ ফিন্যান্স প্রফেসর আবদুল কাদের তালুকদার এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ।
Discussion about this post