নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের (আইআইইউসি) কুমিরাস্থ ক্যাম্পাসের শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের সশরীরে পাঠদান শুরু হয়েছে। করোনায় বন্ধ হওয়া ক্যাম্পাস ১৯ মাস পর খুললো গতকাল সোমবার। খোলার প্রথম দিনই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শিক্ষার্থীদের উপস্থিতিতে ছিল মুখরিত। বিশ্ববিদ্যালয়ে আগত শিক্ষার্থীদের বিভাগগুলোর পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এছাড়া ফিমেল ক্যাম্পাস জোনের উদ্যোগে ওয়েলকাম ব্যাক টু ক্যাম্পাস রিসিপশন প্রোগ্রামেরও আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ।
সভাপতিত্ব করেন আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, কমিটি অব ফিমেল ক্যাম্পাসের চেয়ারম্যান রিজিয়া রেজা চৌধুরী। বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ড. মছরুরুল মওলা, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুন কবির, রেজিস্ট্রার মুহাম্মদ শফিউর রহমান, ইনস্টিটিউট অব মডার্ন ল্যাঙ্গুয়েজের পরিচালক মুহাম্মদ ইফতেখার উদ্দীন, বঙ্গবন্ধু রিসার্চ সেন্টার ফর ইসলাম অ্যান্ড ইন্টাররিলিজিয়াস ডায়ালগের (বিআরসিআইআইডি) পরিচালক মো. ছরওয়ার আলম, ফিমেল ক্যাম্পাসের কো-অর্ডিনেটর ও এডিশনাল ডিরেক্টর ফারহানা ইয়াসমিন চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নার্গিস বেগম।
এ সময় প্রধান অতিথি বলেন, বিশ্ববিদ্যালয় হলো মুক্তবুদ্ধি চর্চার কেন্দ্র। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত একদল মেধাবী তৈরির লক্ষ্যে কাজ করছে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতোমধ্যে জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছে সুনামের সঙ্গে। সভাপতি বলেন, বিশ্ববিদ্যালয়ের জ্ঞান সৃষ্টি ও জ্ঞান বিতরণের অনন্য স্থান। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম সেই কাজটিই করছে অতুলনীয়ভাবে।
Discussion about this post