মো:সাইদুল ইসলাম চৌধুরী
সাদার্ন ইউনিভার্সিটির ক্রীড়া বিভাগের আয়োজনে দাবা টুর্নামেন্ট গতকাল (সোমবার) সকালে ভার্সিটির আরেফিন নগরস্থ ক্যাম্পাসে শুরু হয়েছে।
প্রো-ভিসি প্রফেসর মহিউদ্দিন চৌধুরী টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সাদার্ন ইউনিভার্সিটি স্পোর্টস কমিটির চেয়ারম্যান অধ্যাপক আশুতোষ নাথের সভাপতিত্বে ও সদস্য সচিব সাইফুল্লাহ্ চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতার ব্যক্তিগত সহকারী কাজী মো. আরশাদ, এডমিন অফিসার নূরুল আলম প্রমুখ।
এবারের টুর্নামেন্টে সাদার্ন ইউনিভার্সিটির শতাধিক ছাত্র-ছাত্রী ও শিক্ষক-কর্মকর্তা অংশ নিচ্ছেন। উদ্বোধনী দিনে এডমিন ক্যাটাগরিতে ১২ টি ম্যাচ শেষে সেমি ফাইনালে উন্নীত হয়েছেন সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আজম, ইঞ্জিনিয়ার শ্যামল কুমার হালদার, এডমিন অফিসার জাহেদুল আলম চৌধুরী ও ফকরুল আহসান। বিজ্ঞপ্তি
ক্যাপশন: গুটির চাল দিয়ে সাদার্ন ইউনিভার্সিটির দাবা টুর্নামেন্ট উদ্বোধন করছেন প্রো-ভিসি প্রফেসর মহিউদ্দিন চৌধুরী।
Discussion about this post