তানভীর পিয়াল
প্রত্যেক শিক্ষার্থীরই স্বপ্ন বিশ্বমানের উচ্চশিক্ষার। চট্টগ্রামের ইন্টারন্যাশনাল হোপ স্কুলের শিক্ষার্থীরাও তার ব্যতিক্রম নয়। তাদের এ স্বপ্নকে আরো উজ্জিবিত করেছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ)। স্কুলটির বিভিন্ন পর্যায়ের ৩০ জন শিক্ষার্থী সম্প্রতি পরিদর্শন করেছে ইডিইউ ক্যাম্পাস।
পাহাড়ের কোলে গড়ে ওঠা ইডিইউর দৃষ্টিনন্দন ক্যাম্পাসে তাদের এবারই প্রথম আসা। এ সময় ইডিইউ কর্মকর্তারা তাদের ক্যাম্পাস ঘুরিয়ে দেখান। বিশ্ববিদ্যালয়ের মনোমুগ্ধকর পরিবেশ ও পাঠদান প্রক্রিয়া দেখে তারা মুগ্ধতা ও উচ্ছ্বাস প্রকাশ করেছে।
পরে, অতিথিদের নিয়ে এক সৌজন্য সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইডিইউ উপাচার্য প্রফেসর মু. সিকান্দার খান। তিনি বলেন, স্বপ্ন দেখতে হবে আকাশ ছোঁয়ার। জীবনে চলার পথের ভিত গড়ে দেয় স্কুল, শেখায় স্বপ্ন দেখতেও। সেই স্বপ্ন বাস্তবে পরিণত করার পথ দেখায় বিশ্ববিদ্যালয়। তাই, সতর্কতার সাথে বাছাই করতে হবে নিজের বিশ্ববিদ্যালয়।
সভার শুরুতে অতিথিদের উদ্দেশে প্রেজেন্টেশনের মাধ্যমে ইডিইউর আদ্যপান্ত তুলে ধরেন স্কুল অব বিজনেসের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রওনক আফরোজ। এরপর প্রেজেন্টেশনের তথ্যের উপর ভিত্তি করে শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতা। তারা ইডিইউর অন্যতম লার্নিং টুল ‘কাহুত’ ব্যবহার করে কুইজে অংশ নেয়।
কাহুত একটি গেম-ভিত্তিক শেখার প্ল্যাটফর্ম যা মিনিটের মধ্যে গেম বা ট্রিভিয়া কুইজ তৈরি করে এবং ফলাফল তৈরি করে। এ ধরনের টুল ব্যবহার করে ক্লাসে, বিশেষত অনলাইন ক্লাসে পাঠদানের ফাঁকে ফাঁকে সহজেই কুইজের আয়োজন করার মাধ্যমে শিক্ষার্থীদের মনোযোগ ও ক্লাসে অংশগ্রহণ আরো নিবিড় করে তোলে ইডিইউ। লেখাপড়াকে আরো আকর্ষক এবং আনন্দদায়ক করতে কাহুতের মতো বিভিন্ন অত্যাধুনিক টুল ব্যবহার করে এ বিশ্ববিদ্যালয়। এসব টুল ব্যবহার করে কুইজে অংশ নিয়ে এবং বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধাগুলো সম্পর্কে জানতে পেরে তারা খুবই উচ্ছ্বসিত বলে জানায় আগত শিক্ষার্থীরা।
সভায় আরো বক্তব্য রাখেন ইডিইউর অ্যাসোসিয়েট ডিন যথাক্রমে স্কুল অব বিজনেসের প্রফেসর ড. রকিবুল কবির, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের প্রফেসর ড. নাজিম উদ্দিন এবং স্কুল অব লিবারেল আর্টসের শহিদুল ইসলাম চৌধুরী।
শিক্ষার্থীদের সঙ্গে আসেন ইন্টারন্যাশনাল হোপ স্কুলের সিনিয়র সেকশনের প্রধান মিরলান ঝুরুপভ, উপ-প্রধান পারাহাত আমান্দুরদিয়ের, ও/এ লেভেল কোঅর্ডিনেটর আরিফ উল্লাহ, অর্থনীতি শিক্ষক রাহাত সালেকিন ও গণিত শিক্ষক আশরাফ আহমেদ।
Discussion about this post