নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর নির্দেশিত নীতিমালার আলোকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের সিলেবাস প্রস্তুত ও হালনাগাদ করার লক্ষ্যে ধারাবাহিক সভা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নগরের জামালখানস্থ চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি)।
এরই প্রেক্ষাপটে ‘আউটকাম বেজড অ্যাডুকেশন (ওবিই) কারিকুলাম ও সেল্ফ অ্যাসেসম্যান্ট’ শীর্ষক প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি সিআইইউর ৩৪০২ নম্বর কক্ষে।
এতে সভাপতিত্ব করেন সিআইইউ ব্যবসা অনুষদের অধ্যাপক ও আইকিউএসি’র নবনিযুক্ত পরিচালক ড. সৈয়দ মনজুর কাদের। উপস্থিত ছিলেন সিআইইউ’র স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এসএসই) এর ডিন ও আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ রেজাউল করিম এবং ব্যবসা অনুষদের সহযোগী অধ্যাপক ও আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. ইমন কল্যাণ চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন সিআইইউ’র ব্যবসা অনুষদের উপদেষ্টা অধ্যাপক ড. এম আইয়ুব ইসলাম। ‘আউটকাম বেজড অ্যাডুকেশন কারিকুলাম টেম্পলেট’ অনুসারে সিলেবাস উন্নয়নে ইউজিসি নির্দেশিত নীতিমালার ওপর বিস্তারিত আলোকপাত করেন তিনি। ব্লুম ট্যাক্সোনমি, ওবিই কারিকুলাম টেম্পলেট অনুসারে সিলেবাস উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনাসহ বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল কর্তৃক স্থাপিত অ্যাক্রেডিটেশন সংশ্লিষ্ট মানদণ্ড ও নীতিমালার ওপরও আলোচনা করেন ড. আইয়ুব।
অনুষ্ঠানে আইকিউএসি’র চলমান সেল্ফ অ্যাসেসম্যান্ট নিয়েও সংক্ষিপ্ত পর্যালোচনা অনুষ্ঠিত হয়। এতে ব্যবসা অনুষদের সেল্ফ অ্যাসেসম্যান্ট কমিটি কর্তৃক সম্পন্নকৃত জরিপসমূহের প্রতিবেদন তৈরির কাজ চলছে বলে জানান আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. ইমন কল্যাণ চৌধুরী। আগামি ডিসেম্বর নাগাদ এই প্রতিবেদন প্রকাশিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষাংশে ওবিই, অ্যাক্রেডিটেশন সংশ্লিষ্ট বিভিন্ন টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনা-পর্যালোচনা অনুষ্ঠিত হয়। এই বিষয়ে পরবর্তী সভা ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় অংশ নেন সিআইইউ ব্যবসা অনুষদের ডিন ড. মোহাম্মদ নাঈম আবদুল্লাহ, ব্যবসা অনুষদের শিক্ষক অধ্যাপক ড. এম এম নুরুল আবসার, ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী, ড. রোবাকা শমসের, ড. মোসলেহউদ্দিন চৌধুরী খালেদ, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর সহযোগী অধ্যাপক ড. আসিফ ইকবাল, স্কুল অব ল’র সহকারি ডিন মোহাম্মদ বেলায়েত হোসেন, সিআইইউ’র ইংরেজি বিভাগের প্রধান রিফাত তাসনিম, ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক কাজী মো. সাইফুল আসপিয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আনজুমান বানু লিমা, সিআইইউ’র ব্যবসা অনুষদ ও আইকিউএসি’র ম্যানেজার মোহাম্মদ রাসেল ইউসুফী প্রমুখ।
Discussion about this post