নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাসে প্রথমবারের মতো বাংলা চ্যানেল পাড়ি দিতে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র।
শুক্রবার (৩ ডিসেম্বর) ঢাকার বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত টানা ৪ ঘণ্টা সাঁতার কেটে ফাইনাল রাউন্ডে উঠে আসেন তারা।
আগামী ২০ ডিসেম্বর কক্সবাজারের শাহপরীর দ্বীপ থেকে সেন্টমার্টিন পর্যন্ত ১৬ দশমিক ১ কিলোমিটার সাঁতার কেটে বাংলা চ্যানেল পাড়ি দেবেন তারা।
চবির এই তিন ছাত্র হলেন- স্পোর্টস সায়েন্স বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সালাহ উদ্দিন, একই বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শফিউল হাসান ও পালি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের উজ্জ্বল চাকমা। তারা তিনজনই বিশ্ববিদ্যালয়ের সুইমিং ও ওয়াটারপোলো টিমের সদস্য।
এর আগে, দুই দফা বাছাই পর্বে অংশগ্রহণ করে এই তিন শিক্ষার্থী বাংলা চ্যানেল পাড়ি দিতে মনোনীত হয়েছেন।
এ ব্যাপারে মনোনীত হওয়া শিক্ষার্থী সালাহ উদ্দিন জাগো নিউজকে বলেন, ২০১৭ সাল থেকেই স্বপ্ন ছিল কোনো একদিন আমিও বাংলা চ্যানেল পাড়ি দেবো। সে লক্ষ্যে গত একবছর টানা অনুশীলন করেছি। মনোনীত হওয়াটা আনন্দের তবে ফাইনালটাই মূল লক্ষ্য। আশা করছি সফলভাবে বাংলা চ্যানেল পাড়ি দিতে পারবো।
Discussion about this post