নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থায়ীভাবে ক্যাম্পাস স্থাপন ও পরিচালনা সনদ পেয়েছে প্রিমিয়ার ইউনিভার্সিটি।
বুধবার (২৯ ডিসেম্বর) প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরাবর শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. আব্দুল মতিন স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০- এর ১০ ধারা অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় প্রিমিয়ার ইউনিভার্সিটিকে এই সনদ প্রদান করেন।
প্রিমিয়ার ইউনিভার্সিটি ২০১২ সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন থেকে স্থায়ী ক্যাম্পাসের অনুমোদন পায়। এর আগে ২০০২ সালের জানুয়ারি মাসে শিক্ষা কার্যক্রম শুরু করে বিশ্ববিদ্যালয়টি। এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী। চট্টগ্রামের মানুষের উচ্চশিক্ষার চাহিদা পূরণের উদ্দেশ্যে তিনি এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। শুরুতে ২টি অনুষদের অধীনে বিভাগ ছিল ৩টি। বর্তমানে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ৬টি অনুষদের অধীনে ১৩টি বিভাগ।
Discussion about this post