নিজস্ব প্রতিবেদক
ইউএসটিসির ইলেকট্রিকেল এ্যান্ড ইলেকট্রনিক বিভাগ কর্তৃক ‘মিট দ্যা ভাইস চ্যান্সেলর’ শিরোনামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত ইউএসটিসিতে ভর্তিকৃত প্রায় অর্ধশতাধিক ইঞ্জিনিয়ার শিক্ষার্থীগণ যারা শহরের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে কর্মরত আছেন তাদের নিয়ে একটি দিক নির্দেশনামূলক আলোচনা করেন উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।
উপাচার্য বলেন, তারা কি কি কাজ করলে নিজেদের ক্যারিয়ারকে যথাযথ অবস্থানে নিয়ে যেতে পারবেন। পাশাপাশি ইঞ্জিনিয়ারগণ বর্তমানে যে অবস্থানে আছেন সেখানে থেকে নিজেদের উদ্ভাবনী চিন্তা ও কাজের মাধ্যমে দেশ ও জাতির বৃহত্তর উন্নয়নের প্রতি তিনি জোর দিতে বলেন।
এর বাইরেও সময় ও শ্রম কমিয়ে নির্ভূল কাজের জন্য প্রতিটি ক্ষেত্রে অটোমেটিক সিস্টেম চালু করার দৃষ্টিপাত করেন। তিনি আর বলেন, দিনের সিংহভাগ সময় ভাল কাজের জন্য অতিবাহিত করলে জীবনে সফলতা অনিবার্য।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব সায়েন্স ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডীন প্রফেসর ড. দেব প্রসাদ পাল, প্রক্টর কাজী নুর-ই-আলম সিদ্দিকী, ইইই বিভাগের বিভাগীয় প্রধান ড. জাহিদ কাউসার প্রমুখ।
Discussion about this post