নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাত জোড়া শাটল ট্রেনের মধ্যে তিন জোড়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে বলে জানিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের সহকারী পরিবহণ কর্মকর্তা মো. মনিরুজ্জামান।
তিনি বলেন, চালকদের অতিরিক্ত দায়িত্ব পালন না করার ঘোষণায় ক্রু সংকটের কারণে তিন জোড়া শাটল ট্রেন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি তিন জোড়া শাটল ও এক জোড়া ডেমো ট্রেন চলাচল করবে।
বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব বলেন, এক সপ্তাহের মধ্যে যদি আমাদের অধিকার ফিরিয়ে দেওয়া না হয়, তবে ৩১ জানুয়ারি থেকে কোনো ট্রেন চলবে না।
এর আগে মঙ্গলবার এ-সংক্রান্ত একটি আদেশ সিআরবির কন্ট্রোলার অফিসে পাঠান ডিভিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (ডিএমাই লোকো) মো. ওয়াহিদুর রহমান।
আদেশে বলা হয়, ক্রু স্বল্পতার কারণে ২৬ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৩১/১৩২, ১৩৫/১৩৮ ও ১৪১/১৪২ নম্বরধারী ট্রেন চলাচল বন্ধ থাকবে।
মাইলেজ জটিলতা নিরসনে আলটিমেটাম দিয়েছেন রেলওয়ে কর্মচারীরা। সমস্যার সমাধান না হলে ৩১ জানুয়ারি থেকে ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত জানিয়েছেন রানিং স্টাফরা।
Discussion about this post