শিক্ষার আলো ডেস্ক
বঙ্গবন্ধু আবৃত্তি স্মারক পেলেন চট্টগ্রামের চার জন বরেণ্য আবৃত্তিশিল্পী।গত বৃহস্পতিবার ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় গণভবন থেকে অনলাইনে যোগ দিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রথম ‘বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসব’ ও ‘বঙ্গবন্ধু শেখ মুজিব আবৃত্তি পদক’ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে ঘিরে সারা দেশের আবৃত্তি সংগঠনগুলোর ফেডারেশন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ এ আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রথমবারের মতো ‘বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক’ প্রদান করা হয়েছে।
চট্টগ্রাম বিভাগ থেকে ‘বঙ্গবন্ধু আবৃত্তি স্মারকে’ ভূষিত হয়েছেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক, প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি এবং সম্মিলিত আবৃত্তি পরিষদের সভাপতি বরেণ্য আবৃত্তিশিল্পী রাশেদ হাসান। চট্টগ্রাম থেকে বঙ্গবন্ধু আবৃত্তি মরণোত্তর স্মারকে ভূষিত হয়েছেন বোধন আবৃত্তি স্কুলের সাবেক অধ্যক্ষ বরেণ্য আবৃত্তিশিল্পী মৃণাল সরকার এবং বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য, বোধন আবৃত্তি পরিষদের সাবেক সভাপতি এবং বোধন আবৃত্তি স্কুলের সাবেক অধ্যক্ষ আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিত। ফেনী থেকে বঙ্গবন্ধু আবৃত্তি স্মারকে ভূষিত হয়েছেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য বরেণ্য আবৃত্তি শিল্পী সমরজিৎ দাশ টুটুল।
প্রধানমন্ত্রীর পক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মু. মাহমুদ উল্লাহ্ মারুফ স্মারক প্রাপ্তদের হাতে ‘বঙ্গবন্ধু আবৃত্তি স্মারক’ তুলে দেন। মরণোত্তর স্মারকপ্রাপ্ত আবৃত্তিশিল্পী মৃণাল সরকারের পক্ষে স্মারক গ্রহণ করেন তাঁর সহধর্মিণী এবং আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিতের পক্ষে স্মারক গ্রহণ করেন বোধন আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক এস এম আজিজুর রহমান। চট্টগ্রামের জেলা প্রশাসকের কার্যালয়ে সকালে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের কালচারাল অফিসার মোসলেম উদ্দিন সিকদার, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক দেবাশীষ রুদ্র, চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী সদস্য হাসান জাহাঙ্গীর, মাহাবুবুর রহমান মাহফুজ, মশরুর হোসেন, তাসকিয়াতুন নূর তানিয়া, সেলিম রেজা সাগর।
Discussion about this post