নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অনুত্তীর্ণ ২৭ পরীক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণে পাস করেছেন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ছয় শিক্ষার্থী।
আজ রোববার( ১৩ মার্চ) পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। ওই পরীক্ষার্থীদের পাসের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ।
তিনি বলেন, উত্তরপত্রের নম্বর যোগ ও বৃত্ত ভরাটে ভুল ছিল। পরে যাচাই করে তা সংশোধন করে পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়েছে।
শিক্ষা বোর্ড সূত্র জানা যায়, এবার ফল পুনর্নিরীক্ষণের জন্য ৫ হাজার ৯৭৯ পরীক্ষার্থী আবেদন করেছিলেন। তাঁরা ১৫ হাজার ২৩৭টি উত্তরপত্র যাচাইয়ের আবেদন করেন। তবে ফলাফল পরিবর্তিত হয়েছে, অর্থাৎ সিজিপিএ (গ্রেড পয়েন্ট) বেড়েছে ৫৯ পরীক্ষার্থীর।
গত ১৩ ফেব্রুয়ারি এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। চট্টগ্রাম বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেওয়া ৯৯ হাজার ৬২৮ শিক্ষার্থীর মধ্যে পাস করেছিলেন ৮৯ হাজার ৬২ জন। পাসের হার ছিল ৮৯ দশমিক ৩৯ শতাংশ। প্রথম দফায় জিপিএ-৫ পেয়েছেন ১৩ হাজার ৭২০ পরীক্ষার্থী। পুনর্নিরীক্ষণের পর জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৭২৬।
Discussion about this post