নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৮ অনুষদের ডিন নির্বাচন হয়েছে। এতে আওয়ামীপন্থী হলুদ দল মনোনীত ৪ জন, হলুদ দলের বিদ্রোহী তিনজন ও বিএনপিপন্থী জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের একজন ডিন নির্বাচিত হয়েছেন।
ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও ডিন নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এসএম মনিরুল হাসান।
নির্বাচিত ডিন
কলা ও মানববিদ্যা অনুষদে হলুদ দলের বিদ্রোহী প্রার্থী ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল হক। বিজ্ঞান অনুষদে হলুদ দলের বিদ্রোহী প্রার্থী পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. নাসিম হাসান। ব্যবসায় প্রশাসন অনুষদে হলুদ দলের প্রার্থী একাউন্টিং বিভাগের অধ্যাপক মো. হেলাল উদ্দীন নিজামী।
সমাজবিজ্ঞান অনুষদে হলুদ দলের প্রার্থী লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ। আইন অনুষদে হলুদ দলের বিদ্রোহী প্রার্থী অধ্যাপক আব্দুল্লাহ আল ফারুক। ইঞ্জিনিয়ারিং অনুষদে হলুদ দলের প্রার্থী কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রাশেদ মোস্তফা। জীববিজ্ঞান অনুষদে হলুদ দলের প্রার্থী মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তৌহিদ হোসেন।
মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদে বিএনপিপন্থী জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের প্রার্থী ইনস্টিটিউট পরিচালক ড. মো. শফিকুল ইসলাম।
Discussion about this post