শিক্ষার আলো ডেস্ক
চলন্ত শাটল ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় প্রায়ই আহত হচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। গত এক সপ্তাহে অন্তত আটজন শিক্ষার্থী আহত হয়েছেন এসব পাথরের আঘাতে। এ অবস্থায় শিক্ষার্থীদের নিরাপদ ট্রেনযাত্রা নিশ্চিত করতে বগিতে বগিতে অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি।
শনিবার (৯ এপ্রিল) ক্যাম্পাস থেকে ছেড়ে যাওয়া সকাল ৯টা ২০ মিনিটের ট্রেনে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন সহকারী প্রক্টর ড. শহিদুল ইসলাম ও এহসানুল কবির পলাশ।
সহকারী প্রক্টর শহিদুল ইসলাম বলেন, ‘নিরাপদ ট্রেনযাত্রা নিশ্চিত করতে আমরা অভিযান পরিচালনা করেছি। বহিরাগতদের ট্রেন উঠতে দেওয়া হয়নি। যারা উঠেছেন তাদের নামিয়ে দিয়েছি। এ অভিযান চলমান থাকবে।’
শিক্ষার্থীরা জানান, ঝাউতলা, ক্যান্টনমেন্ট ও ষোলোশহর স্টেশনের আশপাশের এলাকাগুলোতে প্রায়ই পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। স্টেশনের পার্শ্ববর্তী বস্তি থেকে পথশিশুরাই মূলত পাথর নিক্ষেপ করে। এসব শিশুরা পাথরসহ ট্রেনের ছাদে যাতায়াত করে।
Discussion about this post